একটা সুন্দর দিনের প্রতীক্ষায় থাকি
সেই ছোটবেলা থেকেই, একটা সুন্দর দিন
একটা সুদিনের প্রতীক্ষায় থাকি
জন্মাবধি..
শুধু মামুলি একটা সুদিনেরই প্রতীক্ষায় আছি।
একটা দিন
যেদিন কৃষক তার জোয়ালের দূর্বল বলদটিকে বিশ্রাম দিয়ে,
অনায়াসে জুড়ে দিতে পারবে আর একটা সবল বলদ।
একটা দিন
যেদিন অনেক আরাধ্য রঙিন কুর্তাটি পেয়ে,
নাকে সর্দির অনর্গল ধারা, হাতে মুরির মোয়া নিয়ে,
ঘুরো ঘুরো পায়ের ন্যাংটো শিশুটির হলুদ চোখে,
হঠাৎ দেখা দিবে খুশির মানবিক ঝিলিক।
একটা দিন
যেদিন বৃদ্ধ ফজর আলি, বাকী জীবনের জন্যে দুবেলা ভাতের নিশ্চয়তা নিয়ে,
আজই তার রিক্সাটাকে চিরতরে রেখে আসতে পারবে গ্যারেজে।
একটা দিন
যেদিন বিধবা বৃদ্ধা মা, সান্ধ্য উদাসী দাওয়ায়,
তার খোকার দেয়া নূতন শাড়িটির গন্ধ শুঁকতে শুঁকতে
ভুলে যাবে লোবানের গন্ধ শোক!
পৃথিবীতে তো কতো দিন আসে, দিনের পর দিন কতো কিছু হয়
মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহের বাটোয়ারা নিয়ে চলে মহড়া,
নিয়মিত বিড়তিতে আকাশে ফোঁটে আতশবাজির ফোয়ারা,
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, জ্ঞানী-গুনী সুধীজনের বশে মেলা,
কতো কতো গুন-কীর্তন হয় মানবতার,
কিন্তু, এমন একটা দিন এখনো কেন আসে না?
কতোদিন গেলো, কতো কতোটাদিন, সূর্য তার দীর্ঘশ্বাস নিয়ে নিভে গেলো অস্তাচলে,
অবিরত শ্রাবণ ঝরে ঝরে নদী-নালা ভাসিয়ে নিলো সব চরাচর,
শরতের কতো ভোর, স্বচ্ছ হীরকের দ্যুতি ছড়ালো সবুজ ঘাসের চোখে,
হেমন্তের বিকেল শুনিয়ে গেলো কতো সোনালী স্বপ্নের গান,
লাল ঠোঁট টিয়া পাখি, খয়েরী শালিকেরা উড়লো দুরন্ত ডানায়,
গ্রীষ্মের পর গ্রীষ্ম কেটে গেলো, ক্লান্ত কুকুর তার জিহ্বার অংশটুকু বেড় করে,
হাঁপাতে হাঁপাতে শুয়ে কাটালো শিরিশের পুরানো ছায়ায়,
কতো কৃষ্ণচূঁড়া মেতে উঠলো দিগন্তের বলি রেখায়,
কিন্তু এমন একটা সুদিন কেন এখনো এলোনা!?
একটা সুন্দর দিন, প্রতিক্ষীত এমন একটা সুদিন এলে..
পৃথিবীর কি এতোটাই ক্ষতি?
এতোটাই কি বিরূপ হবে প্রকৃতি??
ফরিদ তালুকদার / মার্চ ২, ২০২০