One stairway to heaven!
একটাই আকাশ সিঁড়ি!
আমার জানিয়েছিলো,
হৃদয় হারিয়েছে সে, খুঁজে ফেরৎ দিয়েছি। দেখছি হাত দিয়ে বুকে,
চিরতরে তাঁকেই যে হারিয়ে ফেলেছি!
সাগরের নীল নীল জলে,
সাদা ঢেউ তাঁর জামদানি শাড়ি
ঘন সবুজের কাতান ক্লোজ,
নির্বিগ্নের স্লীপলেস অহংকার
সাথে ন্যূঅর্কের পুরো সেই বাড়ি,
হালকা সাদায় নীল নীলিমাতে
বারমুদা ট্রায়াঙ্গলের অবাধ্য জলতরঙ্গে আমার
শুধুই রয়েছে, একটাই আকাশ সিঁড়ি!
Art: Mária Hanušovská