ফ্লোরিডা থেকে:-
এই মধুর বিষন্নতা এই মদির অনুভব
এই মধুর ভালোবাসা এই হৃদয় উৎসব
তোমার হাসি কণা
একটুকু আলোচনা
একটুকু কোমলতা ছুয়ে গেল গেল সব
এই মধুর বিষন্নতা এই মদির অনুভব।
আমার কি হলো গো কি হলো কি হলো
এ কোন তরঙ্গ তরনী দুলিয়েছে উচ্ছলো
কোন সে মায়ার বেলুনে উড়িয়া
দুলছি দোলাচলে ঘুরিয়া ঘুরিয়া
অচেনা বিরানে যেন আজ পথহীন হবো
এই মধুর বিষন্নতা এই মদির অনুভব।
তোমার পরশ বাতাসে বাতাসে
তোমার সুবাস চারিদিকে ভাসে
তোমার ত্বিষার ইন্দ্রজালে উন্মন হয়ে রবো
এই মধুর বিষন্নতা এই মদির অনুভব।