বিশ্বায়নের স্বরলিপিটা আমি ঠিক বুঝে উঠতে পারিনা
এক অচল পয়সার মতো তাই পড়ে থাকি অচ্ছুৎ,
তোমাদের আলো ঝলমলে রঙ্গ মঞ্চের অনেক অনেক নীচে
সভ্যতার কোরাস কন্ঠে কন্ঠ মিলিয়ে, অমাবস্যার রাতেও
কোন একটি নক্ষত্রকে নিয়ে গেয়ে উঠতে পারিনা দুটা লাইন-
কথা রাখোনি তাই তুমি “আলোর পুতুল”!
ফিরে গেছো অবলীলায়—
পরিত্যাক্ত–
কেবল রক্তাক্ত করে গেছো এক অনাবাদি বুকের জমিন!

আমি খুব অনুতপ্ত যে,
তুমি অনেকটা সময় নিয়েছো এই সহজ সত্যটুকু বুঝতে
আমি খুব বেশী অনুতপ্ত যে,
আমার অস্তিত্ব ব্যাসার্ধের সবটা পরিধি আজ বিষাক্ত বাতাসে পূর্ণ
সেখানে কোন ফুল ফোঁটে না, জ্যোছনা হাসে না
আমি অনুতপ্ত যে,
আমার ভূবনে তোমাদের উদিত সূর্যকে প্রত্যাখ্যান করে-
নিয়ত মৃত্যুর প্রহর গুনে কাজল দীঘির সব শাপলা শালুকেরা,
এক নিদারুণ বেদনায় অকালে ঝরে পড়ে
তোমাদের কল্পিত স্বর্গের সব হাসনাহেনারা!
আমি অনুতপ্ত যে,
বোধের শিকড়ে ডুবে গিয়ে, আমি থেকে গেছি এক অন্ধকারের জীব হয়ে,
মৃত্যু পুরীর এক প্রেতাত্মার মত রয়ে গেছি আমার দিন রাত্রির যাপনে!
আমি অনুতপ্ত যে,
এই এতটা বছর, আমাকে এতটুকুই চিনেছো তুমি!
আর–
অভিযোগহীন, আমি মেনে নিয়েছি আদ্যপান্ত সব তোমার অভিমত
আলোর পুতুল–!

কিন্তু-
আমি যে এখনো জানিনা,
কোথা থেকে আমি শুরু করবো তোমাদের এই বিশ্বায়নের পথ?
আফ্রিকার প্রান্তরে নিজস্ব বাড়ীর এক আঙিনায়
দাসত্বের জালে আটকা পড়ে মুক্তির জন্যে মাছের মত ছটফট করছে-
তাগড়া গড়নের এক কৃষ্ণ বর্ণ তরুণ
সেই ই কি হবে আমার বিশ্বায়নের প্রথম নিদর্শন!?
নাগাসাকির পোড়া ভূমিতে শেষ শিশুটির আর্তনাদকে বুকে নিয়েই
কি আমি গেয়ে উঠবো তোমাদের সভ্যতার প্রথম বড় জয়গান!?
পৃথিবী ছেড়ে পলাতক সেই বাতাসে আমি যে এখনো পোড়া চামড়ার গন্ধ পাই!
আমি যে এখনো শুনি সেই বিষাদময় সংগীত!
আমি যে এখনো দেখি দগদগে চাবুকের ঘা
সভ্যতার অদৃশ্য মহা শেকলে বাঁধা জীবনের পিঠে,
পিচ ঢালা রাস্তায় আনুভূমিক যুবকের শ্বাসরোধ মৃত্যু!
কাকে নিয়ে শুরু করবো জীবন কাব্যের প্রথম পদাবলী?
সিরিয়ার আশ্রয় শিবিরে বিষাক্ত নিঃশ্বাস টেনে,
যে শিশুটি এইমাত্র পারি জমালো তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে
নির্বাক ঈশ্বরের সামনে তার শেষ উক্তিটিই কি হবে
তোমাদের অহংবাদী সভ্যতার প্রথম অনুলিপি!?
আমি যে কিছুই জানিনা, কিছুই জানিনা—!
তবে, আমি নিশ্চিত জানি আলোর পুতুল-
তুমিই তো শুধু নও,
গোটা পৃথিবীর কাছেই আমি এক অপাংক্তেয় পরিত্যাক্ত জীবাত্মা এখন!

চোখ ঝলসানো এই সভ্যতায়,
আমরা যে সবাই ই এক একজন খুব বেশী “আলোর পুতুল”
নেচে যাই শুধু নিঃসীম অন্ধকারে—!!

_______ফরিদ তালুকদার… / নভেম্বর ২৫, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন