বিন্দু-বৃত্ত ছেড়ে আকাশ পথে এখন আমাদের জ্যামিতিক জ্ঞান,
উঁচু থেকে উঁচুতে দৃশ্যময় করে তোলে বৈষম্যের রঙিন দেয়াল
পৃথিবীর নিঃশ্বাস রুদ্ধ হয় উন্নয়নের নিপুণ নকশায়
ইউক্লিড জানেন না…
এ মাটিতে আরও কতো হবে সভ্যতার চাষ?
দেহ কোষের ঘুম ভাঙে বিষাদের ছায়ায়,
ভাঙনের স্রোত বাড়ে ক্ষয়িষ্ণু মনের তীরে
বিবর্ণ ছেঁড়া পালের তরীতে ভাসা জীবন…
খবরহীন ডুবে যায় বেনামী নদীর কিনারায়
কিছু ভেজা মুখ,
সিথানের আঙিনায় নেমে আসা নক্ষত্রের কোন রাত,
জেগে থাকে তবুও বিদগ্ধ হৃদয়ের বিরানায়!
সংক্রমিত কবিতার দেহ,
ভুল আবাদের ঘুণপোকা নিয়ত গ্রাস করে নেয় শিশুর প্রভাত
আমাদের নিয়ম গুলো বদলায় না কখনোই…
এল ই ডি এর উজ্জ্বল আলোয় বাড়ে শুধু অন্তর্লোকের আঁধার
বড়জোর তিন সেকেন্ড বরাদ্দের এই জীবনে…
অতি লোভী দানবেরা কেড়ে নেয় পিঁপড়ের মুলধন
মহাযজ্ঞের সভ্যতার এই কয়েদ খানায়,
মানবিক বিশ্বাস গুলোর নিয়ত চলে ব্যবচ্ছেদ
রক্তের পিচ্ছিল মেঝেতে হামাগুড়ি দেয়…
নবজাতকের আগামী সকাল
পাখিরা দিশেহারা, খোঁজে নূতন অধিবাস
সভ্যতার প্রামাণ্য চিত্র উলঙ্গ করে লালসার লেলিহান শিখা
গীর্জার মোমের আলোয় চলে অর্থহীন কোরাস
ভালোবাসার পুরনো অভিধান খোঁজে,
বারুদের বাষ্পহীন মুক্ত আকাশ
আনকোরা প্যাপিরাসের দখল নেয় সেলুলয়েড পর্দা
আঁধারের গল্প তবুও লিখে যায় আলোক নগরী
বেওয়ারিশ প্রসব বেদনার আর্তনাদে এখনো…
শিউরে উঠে পৃথবীর ফুটপাত
এক ভোর সতেজ প্রসূনের জন্যে
অসীমের পথ খোঁজে এক তমস হৃদয় …!!
______ফরিদ তালুকদার… / আগস্ট ১৩, ২০২০