নেতৃত্ব নিয়ে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব জেনারেল কলিন পাওয়েলের একটি বিখ্যাত উক্তি হচ্ছে “Leadership is solving problems. The day soldiers stop bringing you their problems is the day you have stopped leading them. They have either lost confidence that you can help or concluded you do not care. Either case is a failure of leadership.” শুধু সামরিক নেতৃত্বই নয়, যেকোনো নেতৃত্বেই সাফল্যের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, সাধারণ মানুষের দাবি দাওয়া, কথা শোনা, সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতিনিধি হয়ে ন্যায্য আবেদনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সরকারি, বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিরামহীনভাবে কাজ করে যাওয়া। কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদের নির্বাচিত প্রথম বাংলাদেশী বংশোদ্ভোত সদস্য ডলি বেগম এই কাজটিই করে যাচ্ছেন নিরলসভাবে। তার সংসদীয় এলাকার বিভিন্ন মানুষের প্রয়োজনে ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বসছেন সিনিররদের সাথে, তরুণদের সাথে, তন্ময় হয়ে শুনছেন তাদের জীবনের গল্প। যখন যেখানে প্রয়োজন, বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। নিজের সংসদীয় এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নিচ্ছেন নিয়মিত।
নববর্ষ ২০১৯ উদযাপন করা নিয়ে ডলি বেগম টরোন্টোর “West Scarborough Neighbourhood Community Centre এ আজ আয়োজন করেছিলেন “New Year’s Levee with MPP Doly Begum” । স্বাগত ভাষণে ডলি বেগম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তার উপর আস্থা রাখা এবং তাকে নির্বাচিত করার ব্যাপারে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরংকুশ সমর্থনকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তার উপর অর্পিত বিশাল এই দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন সম্মানিত সংসদ সদস্য ডলি বেগম। বিভিন্ন এলাকা থেকে সমাজের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্টানে অংশ গ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
চমৎকার এই অনুষ্টানটি আয়োজনের জন্য ডলি বেগম ও তার টিমকে পরবাসীব্লগ.কমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করছি ডলি বেগমের উন্নয়নের এই অভিযাত্রা সারা বছর জুড়েই অব্যাহত থাকবে।