প্যারিস থেকে:-

মায়ের হাতে সন্তান হত্যা এতো বেশী হওয়ার মূল কারন কি?
এইসব হত্যাকাণ্ড বন্ধ করার জন্যে রাষ্ট্রীয়ভাবে কি কি পদক্ষেপ নেওয়া দরকার?
মিডিয়ার কি কি পদক্ষেপ নেওয়া দরকার?
কি কারণে মা নিজের সন্তান কে হত্যা করেন?
সমাজ বিজ্ঞানীদের এই নিয়ে কি ভাবনাচিন্তা?
কি এমন কারণ যে কারনে মা তার নাড়ী  ছিড়ে-আসা ধনকে ,
কোন অজানা কারণে হত্যাসাধনে উৎসাহ বোধ করেন?
কোনোভাবেই এইসব নিষ্ঠুর অমানবিক কাজ আগামীতে বাংলাদেশে যেন না হয়? তাহার ব্যবস্থা সরকারিভাবে নিতে হবে।
মিডিয়াকেও এইসব হত্যাকাণ্ড বন্দ করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন