বর্তমান কোরোনা সংকটের কারণে আলতু ফালতু খবরের যেমন ছড়াছড়ি, তেমনি মাঝে মাঝে কিছু ভাল এবং গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পারছি, আর সে সাথে এও বুঝতে পারছি যে খুবই অল্প কিছু জানি এবং মরার আগে পর্যন্ত জেনে যেতে হবে, তবুও জানার ক্ষেত্রে অতি ক্ষুদ্রই থেকে যাবো। নিচের লেখাটি আমার বড়ো ভাইয়ের বন্ধু শ্রদ্ধেয় Liaquat Khan ভাইয়ের লেখা থেকে কপি-পেস্ট করা। Liaquat Khan ভাই বাংলাদেশ সচিবলায়ের প্রাক্তন উর্দ্ধতন কর্মকর্তা। উনি বিভিন্ন দেশে যেমন ঘুরেছেন এবং এখনো ঘুরছেন, সেই সঙ্গে উনার পড়াশুনা এবং লেখালেখির মানও অনেক উঁচু। যাহোক উনার লেখা যুগে যুগে হজ্ব স্থগিতকরার ইতিহাস আপনাদের জন্য শেয়ার করলাম। আমি নিজে এগুলি জানতাম না, এবং আমার বিশ্বাস আমাদের অনেকেই এগুলি জানিনা।
ধন্যবাদ
মুকুল
 
????যুগে যুগে হজ্ব স্থগিতকরার ইতিহাস????
????????????????????????????????????
 
প্রথমবার হজ্ব বাতিল হয়েছিল ৮৬৫ খ্রিস্টাব্দে, আব্বাসীয়দের সময়, ইসমাঈল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে।
 
এরপর বন্ধ হয়েছিল ৯৩০ সালে। কট্টর শিয়া গ্রুপ কারমাতিদের আক্রমণে সে বছর ৩০,০০০ হাজি শহিদ হয়েছিল। তারা হাজিদেরকে হত্যা করে তাদের লাশ জমজম কুপে ফেলে দিয়েছিল। ফিরে যাওয়ার সময় তারা সাথে করে হাজরে আসওয়াদ বাহরাইনে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে হাজরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত এক দশক হজ্ব বন্ধ ছিল।
 
৯৮৩ থেকে ৯৯০ সাল পর্যন্ত হজ্ব বাতিল হয়েছিল রাজনীতির কারণে। ইরাক ও সিরিয়া ভিত্তিক আব্বাসীয় খিলাফত এবং মিসর ভিত্তিক ফাতেমীয় খিলাফতের মধ্যকার দ্বন্দ্বের কারণে সেবার ৮ বছর পর্যন্ত হজ্ব বন্ধ ছিল।
 
শুধু যুদ্ধ-বিগ্রহ না, মহামারীর কারণেও হজ্ব বাতিল হয়েছিল। প্রথমে ১৮১৪ সালে হেজাজ প্রদেশে প্লেগের কারণে ৮,০০০ মানুষ মারা যাওয়ায় হজ্ব বাতিল করা হয়।
 
এরপর ১৮৩১ সালে ভারত থেকে যাওয়া হজ্বযাত্রীদের মাধ্যমে মক্কায় প্লেগ ছড়িয়ে পড়ে এবং চারভাগের তিনভাগ হাজী মৃত্যুবরণ করে। ফলে সে বছর হজ্ব বাতিল করা হয়। এছাড়াও ১৮৩৭ থেকে ১৮৫৮ সালের মধ্যে প্লেগ এবং কলেরার কারণে তিন বারে মোট ৭ বছর হজ্ব বন্ধ ছিল।
 
ইসলাম অবাস্তব কোনো ধর্ম না, এলিয়েনদের জন্য আসা ধর্ম না। এটা মানুষের জন্য আসা ধর্ম। এবং মানুষের সাধ্যের বাইরে এখানে কিছু করতে বলা হয়নি।
 
তথ্যসূত্র: হারাম শরিফের ওয়েবসাইট, মিডল ইস্ট আই, টিআরটি, দ্য নিউ আরব।???? সংগৃহিত ????

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন