মাত্র দশদিন আগে উত্তর আমেরিকার মিশিগান স্টেটে দুইজন করোনা ভাইরাসে সংক্রমিত হয় এবং চিহ্নিত হওয়ার সাথে সাথে স্থানীয় সরকার কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
,,একে একে আজ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ১১৭, মৃতের সংখ্যা ০১।
স্হানীয় সরকার প্রতি ঘন্টায় আপডেট প্রচার করছে।
,,আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিশিগান স্টেট “সাট ডাউন” ঘোষণা করা হয়েছে।
আমেরিকার সব ব্রান্ডের গাড়ির কারখানা মিশিগান স্টেটে অবস্থিত। কর্মসংস্থানের প্রয়োজনে ১৬৪ দেশের অভিবাসীদের বসবাস এখানে।
অবিশ্বাস্য হলেও সত্য যে, মিশিগান স্টেটে প্রায় ৭৫ হাজার বাংলাদেশী অভিবাসীর বসবাস।
,,,শুরু হলো অনির্দিষ্টকালের জন্য ঘরবন্দী আতঙ্কিত জীবন।
,,,,,
বাংলাদেশের সবার কাছে অনুরোধ, করোনা ভাইরাসকে তাচ্ছিল্য না করে সাবধানতা অবলম্বন করুন, মহামারি হওয়ার আগেই।
,,সরকার বাহাদুরের কাছে অনুরোধ, তথ্য গোপন করে নাগরিকদের ধোকা না দিয়ে যথাযথ ব্যবস্থা নিন, নয়তো পরে আর সামাল দিতে পারবেন না।
,, অতিধার্মীক এবং আলেম ওলামা মুফতি মাওলানা ভাইদের কাছে করজোড়ে মিনতি, মসজিদে জামাত না করার পরামর্শকে ধর্মীয় রাজনৈতিক ফাঁদে ফেলে বিষবাষ্প ছড়াবেন না। করোনা ভাইরাস অতিদ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি ছোঁয়াছে রোগ, যা বিশ্বকে গ্রাস করে ফেলেছে।
অতিবৃষ্টি হলেও আপনি বাড়িতে নামাজ আদায় করে থাকেন। আপনার এবং আপনার পরিবারের জীবন রক্ষার্থে বাসা বাড়িতে নামাজ আদায় করাতে কোন সমস্যা নেই।
নিশ্চয় মহান আল্লাহ সব অবগত আছেন।
,,,
নিয়ম মেনে নিরাপদে থাকুন, আপনি ও আপনার পরিবার সহ সুস্থ থাকুন।