পার্বতী অভিমান করিয়া দেবদাস কে কহিল, ” দেব’দা , তুমি নিষ্ঠুর, তোমার মন বলিয়া কিছু নাই “। দেবদাস সহাস্যে কহিল , ” আছে নোয়াখালীর মতো “। পার্বতী পুনরায় অভিমানে তাহার গোলাপী ঠোঁটদ্বয় উল্টাইয়া , টোলপড়া কপোল বক্র করিয়া কহিল ,” তুমি বাল্যকাল হইতেই আমাকে মানসিক ভাবে আঘাত করিয়া আসিতেছো , আজও করিতেছো , মনের সহিত নোয়াখালীর তুলনা করিলে কেন ?”
দেবদাস কহিল ,তাহা হইলে শোনো ,” মাইজদী , ফেনি , লক্ষ্মীপুর , রায়পুর , রামগঞ্জ, রামগতি ,
ইত্যাদি ইত্যাদি সব আছে , কিন্তু নোয়াখালী বলিয়া কোন শহর বা বাজার নাই । অথচ অত্র অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করিলে আঞ্চলিক ভাষায় বলিবে তাহার বাড়ি নোয়াখালী “।
তদরূপ মানুষের বুকের ভেতর হৃদয় , ফুসফুস , কলিজা , ইত্যাদি ইত্যাদি রহিয়াছে , এবং মাথার খুপরির ভিতরে মস্তিষ্ক রহিয়াছে , কিন্তু ” মন” বলিয়া কোথাও কোন পদার্থ অংশ নাই । অথচ সমগ্র মনুষ্য জাতি মনের যন্ত্রণায় অস্থির ।
আমি কি তোমাকে বুঝাইতে পারিয়াছি যে, কেন আমি মনকে নোয়াখালীর সহিত তুলনা করিয়াছি ?
পার্বতী পুকুর হইতে এক কলসী জল ভরিয়া , ক্রোধে অগ্নিশর্মা হইয়া পুকুর ঘাট প্রস্থান করিতে করিতে কহিল ,” বুঝিয়াছি , চন্দ্রমুখী তোমার মাথা ভক্ষণ করিয়াছে”।
দেবদাস নিবিষ্ট মনে পুকুরে মৎস্য ধরিবার ছিপের ফাতনার দিকে তাকাইয়া মিটিমিটি হাসিতে লাগিলো ।।।
?