আমাদের কেলোপচাদা সন্ধেবেলা পাড়ার আড্ডায় এসেই বললো, “একটা জিনিস বল দেখি, গুগল ছেলে না মেয়ে?”
আমরা এর-ওর দিকে মুখ চাওয়া চাওয়ি করছি দেখে কেলোপচাদা একটা করুণার হাসি হেসে বললো, “এতো সোজা জিনিসটাও বলতে পারলি না! গুগল হলো মেয়ে।”
এবার আমরা কেলোপচাদাকে ধরলাম, “যাতা বললেই হলো? গুগল মেয়ে হলো কি করে?”
কেলোপচাদা খুবই তাচ্ছিল্যের সঙ্গে বললো, “দেখ বাবা, গুগল মেয়েই। কারন, তোকে কোন কথাই শেষ করতে দেবে না, আর তার আগেই পঞ্চাশটা সাজেশন দিয়ে বসবে! এবার বুঝলি?”