পৃথিবীর সকল মা’দের ভক্তি, শ্রদ্ধা , শুভকামনা , অবিরত, প্রতিক্ষণ , প্রতিমুহূর্ত । ‘মা দিবস’ হয়ে উঠুক ৩৬৫ দিনেই !!
যারা সৌভাগ্যবান, যাদের বাবা-মায়েরা এখনো বেঁচে আছেন, দয়া করে আসুন, লোক দেখানো মাতৃ-পিতৃ ভক্তিতে গদগদ না হয়ে সত্যিকারভাবে বাবা মায়েদের ভালোবাসি, ওনাদের যত্ন-আত্তি বিষয়ে সজাগ হই। পৃথিবীতে সকল ধর্মেই মা-বাবার-প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের সেই দায়িত্ব পালনে তৌফিক দিক। আর আমরা যারা হতভাগা, বাবা-মা’কে হারিয়েছি, ওনারা যেখানেই থাকুক , ভালো থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। আমিন ।
“যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা!
আমি তোমার চরণ–
মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা ॥
কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতনরাশি–
আমি জানি গো তার মূল্য জানি, পরের আদর কাড়ব না মা ॥
মানের আশে দেশবিদেশে যে মরে সে মরুক ঘুরে–
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারব না মা!
ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়–
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে,কারো কাছেই হারব না মা ॥