প্যারিস থেকে:-
বিয়ে হলো নর ও নারী জীবনের পুর্নতা পাপের পথ থেকে বেরিয়ে এসে বিয়ে করে সুখের শান্তির জীবন-যাপন করা সবার উচিত। কিন্তু বিয়ে বিষয়টাকে অত্যন্ত জটিল করে তুলেছেন আমাদেরই সমাজের কিছু অতি উৎসাহী লোকজন। যোতুক প্রথা ও বিয়েতে অতিরিক্ত দেনমোহর নেওয়ার নামে গুরুত্বপূর্ণ সহজ বিষয়টিকে অনেক বেশী কঠিন কাজে পরিণত করেছেন আমাদেরই বর্তমানের সমাজের মানুষ!!! তাহাদের কারনে বেশির ভাগ মানুষ আজকাল পাপের পথে হাঁটছেন। বর্তমানের অনেক বাবা-মা চাচ্ছেন ছেলেমেয়েদের বিয়েতে যোতুক ও বড় অংকের টাকা পয়সা নিতেই হবে তা নাহলে ছেলেমেয়েদের কে বিয়ে করতে দিব না। উনারা হয়তো বা জানেন না সন্তান যদি পাপকাজ করে তার জন্যে উনারা দায়ী তাই সঠিক সময়ের মধ্যেই ছেলেমেয়েদের বিয়ে দিতে হবে। বিয়ের উপযুক্ত হওয়া মাত্র বিয়ের ব্যবস্থা করতে হবে যাহাতে ছেলেমেয়েরা পাপকাজ করতে না পারে। সব বাবা-মার কাছে অনুরোধ ছেলেমেয়েরা উপযুক্ত হওয়া মাত্র যোতুকবিহীন বিয়ের ব্যবস্থা করুন। সবার মাঝে শুভ বুদ্ধির উদোয় হোক এই প্রত্যাশা।