লেখক পরিচিতি : নজরুল ইসলাম 

লেখক নজরুল ইসলামের জন্ম (১৯৪৮), তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে,  গ্রাম : এনায়েতপুর, কচুয়া,চাঁদপুর। তিনি  Master  of Commerce  (ঢাকা ইউনিভার্সিটি) এবং  Master  of  Economics জগন্নাথ ইউনিভার্সিটি ) থেকে পাশ করেন।  ছাত্র জীবন থেকেই লেখার হাতে খড়ি । ১৯৭৬ সনে তিনি “বাংলাদেশের মুক্তিযুদ্ধ  ” নিয়ে একটা  লেখায় পুরস্কৃত হন।  কলেজ ও ইউনিভার্সিটি জীবনে তিনি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক বক্তব্য ও লেখালেখিতে বিশেষ সন্মান পেয়েছেন। 

তাঁর চাকুরী জীবন : ইসলামাবাদ(পাকিস্তান),বাংলাদেশ, নাইজেরিয়া, আমেরিকা ও ১৯৮৮ সন থেকে   কানাডায় পরিবার নিয়ে বাস করছেন।  তিনি বর্তমানে অবসর জীবন যাপন করছেন, তবে  বিভিন্ন মেগাজিনে যথা :পারবাসিব্লগ, প্রবাসীকন্ঠ ও ফেসবুকে নিয়মিত লেখালেখি করেন  ।  তাঁর লেখা বেশ কিছু বই যথা: ১)আমার সংগ্রামী জীবন,২)সাদা ঘোড়া,৩)শুচিতা, ৪)জীবন চক্র পাঠকদের জন্য বের হয়েছে  এবং ৫ ) “তৃতীয় বিশ্বের হালচাল” নামক একটা বই  প্রকাশনার অপেক্ষায় আছে ।  তিনি নিয়মিত পারবাসিব্লগ ও প্রবাসীকন্ঠ মেগাজিনে “হালচাল ” এবং আমাদের ছোট্টগ্রাম  নামে দুটি কলাম লিখেন। 

নজরুল ইসলাম  এর  তিন ছেলেমেয়ে ১ ) গালিব ইসলাম, Master  in  English (Toronto  University ) ওর লেখা বই (Fire  in  the unnameable  country ) fiction , Penguin Canada  থেকে পাবলিশ হয়েছে। ২ ) তানজিলা ইসলাম, Master in Environment science  ,York University , এবং  ৩) ফারজাদ ইসলাম, Master  in  Economics, Ryerson  University । স্ত্রী নাজনীমা ইসলাম ( Bachelor of Arts  ), দীর্ঘদিন টরন্টো স্কুল বোর্ডে কাজ করে বর্তমানে অবসর  জীবন যাপন করছেন । তাঁর   অবসর জীবনের লক্ষ্য  বই ও পত্রপত্রিকা পড়া, লেখা,ধর্মীয় নিয়ম  মেনে চলা এবং  কমিউনিটি কার্যক্রম নিয়ে যেটুকু সম্ভব সময় দেয়া।   

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন