নরওয়ে থেকে:-
জীবন যুদ্ধে যে যুবক, যুবতীরা হেরে গেছে ,
যে মানুষগুলো হারিয়েছে প্রেম, স্বপ্ন, আনন্দোচ্ছল ঘর সংসার ,
তাদের কাছে হেরে যাওয়ার গল্পগুলো শুনতে চাইওনা কভু-
হেরে যাওয়া মানুষগুলোর হেরে যাবার মাঝে কোনো রোমাঞ্চ নেই, অনুভূতি নেই, শেখবারও কিছু নেই ,
আছে শুধু নিষাদ, ঘাত -প্রতিঘাত পেরুনোর কষ্ট, ঘামে ভেজা কপাল আর দুঃস্বপ্নে ভরা রাত !
ফেটে যাওয়া শেঁওলা চটচটে পুরোনো পাঁচিল দেখেছেন কভু ?
আমাদের বুকের ভেতরটা ফেটে যাওয়া পাচিলের ফাটা হওয়া গর্তগুলোর মতো স্বপ্ন হারানোর ঘাঁ , হেরে যাবার বেদনায় নীল নীল ক্ষততে ভরা ।
যারা কষ্টে আছে, যাদের চুখের নিচে রাত জেগে থাকার কালো কালী ,
তাদের কাছে কক্ষনো কষ্টের গল্প কথা, চুখের নিচে কালি পড়ার কারণটা জানতে চাইতে নেই ,
হেরে যাওয়াদের কাছে হেরে যাবার গল্প শুনতে নেই।