দুবাই থেকে:-
তোমাকে দেখেছি তোমারি মাঝে
পেয়েছি তোমাকে আমারি মাঝে।
কষ্ট আর বেদনার বেড়াজালে,
সুখ পাখিটা কখনযে উড়ে গিয়েছে তোমার জীবন থেকে,
সে তুমি নিজেও জানোনা,
তবুও বেঁচে আছো বেঁচে থাকার জন্য।
একটু হাত বাড়ালেই বৃষ্টির মতো ঝড়ে পড়তো সুখের আকাশটা,
কিন্তু কষ্টের আকাশটা তোমার অনেক বড়।
কিছু না বলেই আমার আকাশে জ্বালাতে পারো সুখের আলো,
কিন্তু আমি যখন হাত বাড়িয়ে সরিয়ে দিতে চাই তোমার কষ্টের মেঘগুলো,
বাঁধার পাহাড়গুলো তখন আরো উঁচু হয়ে দাঁড়ায়।
রাতের অন্ধকারকে দূরে ঠেলে,
যখনি তোমার সকালটাকে ভরে দিতে চেয়েছি একমুঠো রোদ্দুর এর ঝিলিক দিয়ে,
তখনি ববেদনার মেঘ গুলো কালো হয়ে অঝোরে কেঁদে উঠেছে।
দূরে বহুদূর থেকে তোমার মুখের কোনে
এক টুকরো হাঁসি ফোটাতে চেয়েছি,
কিন্তু বার বার সে দূরত্ব বেড়েই চলেছে।
তোমার কষ্টগুলো আজকের বৃষ্টির মতো মেঘ হয়ে ঝরে যাক,
দূরে কিংবা কাছে যেখানেই থাকি,
সূর্যের কিরণ হয়ে তোমার আকাশটাকে রাঙিয়ে দেয়ার চেষ্টা কখনো আমাকে ক্লান্তির কাছে হার মানাতে পারবেনা,
যেখানেই থাকি, শুধু একটুখানি হাত বাড়িয়ে দিয়ো, ভাল থেকো।