নরওয়ে থেকে:-
রক্তে রঙিন সবুজ এ পতাকার রাখি যেন সম্মান ,
স্বদেশ , বিদেশ যেখানেই থাকি, গাই যেন বাংলার গান।
সিলেট থেকে, চট্টলা হয়ে , রাজশাহী , বরিশাল,
সুরমা কিংবা পদ্মাতে হোক , উড়ে যেন বাংলারই পাল।
অনেক সাধনায় অর্জিত এই প্রাণের জন্মভূমি …
মস্কো, মন্ট্রিল যেখানেই থাকি, বাংলাতেই যেন মরি।