নরওয়ে থেকে:-
নিজের আত্মসত্ত্বাকে বিক্রি করে দিয়ে তোমাকে ভুলে যাওয়ার ইচ্ছে ছিল,
লগ্নে লগ্নে হেরেছি তবে আত্মসত্ত্বাটাকে বিক্রি করতে পারিনি সুদের হাটে ,,
লোকে আমাকে বোকা বলে, তবে কার কারণে বোকা হয়েছি সে গল্প শুনতে আসেনি কেউ কোনোদিন !
বর্ষার কোনো এক সন্ধ্যায়
অসময়ে নিবৃত্তে ঝরা গুটিগুটি বৃষ্টির মতো তুমিও ঝরে গেছো সেই কবে ,,
তবে আমার থেমে থাকা হয়ে উঠেনি আজও ,
সময়ের হাত ধরে না জানা সব গন্ডি পেরিয়ে চলেছি অজানার পানে,
আমার ছুটে চলা শুধু তোমাকে ফিরে পাওয়ার নেশায়।
হিমশীতল স্কেন্ডিনেভিয়ার রাতগুলো সাক্ষী ,,_
নীলচোখা, শুভ্র শরীরের পরীর মতো সুন্দরী স্কেন্ডিনেভিয়ান মেয়েগুলোর দিব্বি রইলো ,
তুমি ছাড়া সবকিছু বড় বেমানান।