নরওয়ে থেকে:-
মাঝে মাঝে খাবারের শেষে পান চিবাতে ইচ্ছে করে,,
ইচ্ছে করে বিকেলের মিঠে রোদে মোকাম বাজারের দিকে একটু ঘুরে আসার।
নরওয়েজিয়ান জীবন সৌভাগ্য এনে দিলেও
ফেলে আসা দিন, ঘোরলাগা সন্ধ্যা, বনুয়াবিলের টান ভুলতে পারিনি আজও ।
ভুলা যায়নি তোমার ঐ মুখ, বিস্তীর্ণ ধানক্ষেত, আর গ্রামের আঁকাবাঁকা রাস্তাটাকে।
শুনেছি বয়েস বাড়লে স্মৃতিগুলো হারিয়ে যায়,
তবে অনেক চেষ্টা করে আজও ভুলতে পারিনি তুমি হারিয়ে যাওয়ার কষ্টটাকে।
বছর খানেক পর
হেমন্তের কোনো এক সন্ধ্যায় হয়তো ফেরা হবে একদিন,
বিকেলের মিষ্টি রোদে হাঁটা হবে গ্রাম্য মেঠো পথে আবার,
তুমি আর ফিরবে না জানি !
তবে ফেলে আসা অনুভূতিগুলো ফিরে আসে যেন,
ফিরে আসে যেন তোমাদের মনগড়া অযুক্তিক সব অভিযোগ।