প্যারিস থেকে:-
বিদেশে একটি বাংলাদেশী বাঙালীদের সংঘঠনের অর্থ হলো একটি দেশের প্রতিনিধিত্ব করা। দেশ থেকে নতুন কোন বাঙালী ভাই বোন দেশের মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অথবা নিরাপত্তা না থাকায় বিশ্বের যে কোন দেশে আসলে সংঘঠনের কাজ হলো তাহাদের কে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা। ভিন্ন দেশের ভাষা শিক্ষার ক্ষেত্রে তাহাদেরকে সাহায্যে করা। প্যারিস শহরে তো সংঘঠনের অভাব নাই! কয়টি সংঘঠনের অফিস আছে প্যারিসে যে সকাল ০৯:০০ থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত নতুন আসা লোকজনদের আপনারা সেবা দিয়ে যাচ্ছেন??? কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হোন আপনারা সত্যিকার ভাবে মানুষের জন্যে মন থেকে কাজ করুন। দেশে দেশে সভা সমাবেশে আর সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষের হৃদয় জয় করা যায় না। জনগণের জন্যে কাজ করে হৃদয় জয় করে নিতে হয়। পৃথিবীর সব সংঘঠনের মধ্যে শুভ বুদ্ধির উদোয় হোক এই প্রত্যাশা।
মাসুম ভাই, সময় উপযোগী একটি বিষয় নিয়ে লিখেছেন. শুধু প্যারিস না, টরন্টো, নিউইয়র্ক, লন্ডন সব জায়গাতেই এই বিষয়টি লক্ষ্য করা যায়. অনেক সংঘটনই আছে যারা বাংলাদেশের দলীয় রাজনীতির আকাশে বৃষ্টি হলে টরন্টো বা লন্ডনে ছাতা মেলে ধরেন. প্যারিসের বাংলাদেশী কমুনিটির জীবন যাত্রা নিয়ে আপনার কাছ থেকে ভবিষ্যতে আরো লেখা আশা করছি.