আটপৌরে গতানুগতিক জীবনে দাঁতে দাঁত চেপে হাসি হাসি মুখ নিয়ে কাটিয়ে দাও তিন’শ পয়ষট্টি দিন। গেলো তো একটা বছর!! এভাবেই যায়, আসে আর ফুরুৎ করে সুড়ুৎ মেরে চলে যায়। টেক্কা টেক্কা টেক্কা, ধুর শালা!! তেরো তাস ঘেটেও, টেক্কা আর মেলে না, ট্রাম্প করাও হয় না। বছর যায়, আবারো সেই চারদেয়ালের আটপৌরে ঘরে পাতিলের ঠোকাঠুকি করে একসময় বাতিলের খাতায়।
অবন্তী বলেছিলো, যে দিন তুমি অজন্তা ইলোরা দেখাতে পারবে, সেদিন তোমায় বিয়ে করে মহারাষ্ট্রে হানিমুনে যাবো। পুরাতত্ত্ববিদগণ মহারাষ্ট্র খুঁড়ে অজন্তা ইলোরা খুঁজে পেলেও, আমি কপাল খু্ঁড়ে খুঁড়ে সে জোগাড় করতে গিয়ে অবন্তী অজন্তা ইলোরা সব তামাদি হয়ে গেল। গেলো তো!!
অবন্তীর ফাইল ক্লোজড। ক’বছর বাদে পোড়া কপালে বৌ হয়ে চেপে বসলো শ্রাবন্তী। কদিন উড়াউড়ির পর লাগলো ঠুকাঠুকি। সেই থেকে চলছে, লাগাতার চলবে। কি করবো টেক্কা মেলে না যে!!
এভাবেই যায়, বছর আসে বছর যায়। আমি তুমি সে তিনি, আশায় বুক বাঁধি, যদি টেক্কা পেয়ে যাই!! ঐ ওই পর্যন্তই, বাহান্ন তাসে চারখানা মাত্র টেক্কা, কপালে জোটে না।
এভাবেই যায়, বছরের পর বছর আটপৌরে ঠোকাঠুকি করে বেসুরো বাদ্য বাজিয়ে কেটে যায় জীবন নামক বাহান্ন তাসের খেলা।
খেলা চলছে, খেলা চলবে।
,,,,,,,,,
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
ভাল থাকুন, আপন জনের ভালবাসায় থাকুন, আটপৌরে জীবনে ওটুকুই পরম পাওয়া।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন