নীতিমালা

-পরবাসী ব্লগ শুধু মাত্র অভিবাসী/প্রবাসী বাংলাদেশীদের জন্য।তবে অভিবাসী ও প্রবাসীদের জন্য বাংলাদেশ থেকে লেখাও আমরা প্রকাশ করবো।
-পরবাসী ব্লগে প্রকাশিত কোনো লেখা ৭২ ঘন্টার মধ্যে অন্য কোনো ফেসবুক গ্রুপ বা ব্লগে প্রকাশ করা যাবে না। তবে ব্লগের লেখাটি লিংকের সাহায্যে ফেসবুক গ্ৰুপে Share করা যাবে।

স্বাধীন মতপ্রকাশকে আমরা সমর্থন করি, তারপর ও পরবাসী ব্লগে নিম্ন লিখিত বিষয় গুলো জোরালো ভাবে নিরউৎসাহিত করা হচ্ছে:-
-বাংলাদেশের ইতিহাস–ঐতিহ্য ,সংস্কৃতি , মুক্তি সংগ্রাম , অসাম্প্রদায়িকতার মতো বিষয় গুলোকে আক্রমণ করে লেখা বা মন্তব্য ।
-ধর্ম প্রচার, কোনো ধর্মীয় আলোচনা অথবা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা।
-রাজনৈতিক আলোচনা–সমালোচনা ।
-অশ্লীল ,অশালীন ভাষার ব্যবহার ,অশালীন বা উস্কানি মূলক লেখা বা মন্তব্য।
-সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা প্রকাশিত হবে না ।
-কারো প্রতি ব্যাক্তিগত বা দলগত আক্রমণ করা লেখা প্রকাশ করা হবে না।
-অন্য গ্ৰুপে পূর্ব প্রকাশিত লেখের পুনঃপ্রচার।

কোন লেখায়, কোটেশন, ছবি, অডিও, ভিডিও, যদি নিজস্ব না হয় এবং স্বত্ব সংরক্ষিত থাকে, তবে সেসব ক্ষেত্রে অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে।

সকল লেখালেখির এবং মন্তব্যের দায়দায়িত্ব লেখকের নিজের এর জন্য পরবাসী ব্লগকে দায়ী করা যাবে না।
-কপি রাইট লঙ্ঘন করে এমন কোনো লেখা না ব্লগে প্রকাশিত হবে না।

-নীতিমালা সময়ের সাথে সময়ের প্রয়োজনে পরিবর্তনশীল
-নীতিমালা বাস্তবায়ন ও সংযোজন-বিয়োজনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।