এই প্রথম বারের মতো মেশিন রিডেবল পাসপোর্ট সুবিধা এবার টরন্টোতে নিয়ে আসছে বাংলাদেশ হাই কমিশন। আগামী ১৭/১৮/১৯শে ফেব্রুয়ারি ডেনফোর্থের বাংলাদেশ সেন্টারে ।
প্রতিদিন মোট ৫০টি এম আর পি আবেদন জমা নেয়া হবে। আর এর জন্য আবেদনকারীকে ১০ই ফেব্রুয়ারির মধ্যে অটোয়া বাংলাদেশ হাই কমিশন এ ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে।
তিন দিনে মোতে মোট ১৫০টা আবেদনপত্র জমা নেয়া হবে। ফোন ১ ৬১৩ ২৩৬ ০১৩৮ এক্সটেনশন ২২১।
এ ছাড়াও নো-ভিসা রিকোয়ার্ড সীল সহ অন্যান্য কনস্যুলার সার্ভিস ও  প্রদান করা হইবে।
তা ছাড়া এই প্রথম বারের মতো মহামান্য হাই কমিশনার জনাব মিজানুর রহমান সাহেব , ১৭ই ফেব্রুয়ারী ২০১৭ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি মেম্বার্সদের সাথে মত বিনিময় করবেন এবং কনস্যুলার সার্ভিসেও উপস্থিত থাকবেন।

তারিখ : ১৭/১৮/১৯শে ফেব্রুয়ারী ২০১৭
স্থান :- বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিস
ঠিকানা :-২৬৭০ ডানফোর্থ এভিনিউ , টরন্টো ,এম ১ এল  ৩ ডাব্লিউ ৫
সময় :-সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা

বিস্তারিত তত্ত্বের জন্য:-
http://www.bdhcottawa.ca/

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন