বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি /BAU ) ময়মনসিংহ – এর কানাডা প্রবাসী ছাত্র-ছাত্রীদের এলামনাই এসোসিয়েশন United  BAU  Alumni  in  Canada ‘ র  উদ্যোগে আগামী ২৪ শে মে শনিবার বেলা ২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত সময়ে ওয়েষ্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টার (WSNCC , 313  Pharmacy  Av , Scarborrough , ON , M1L  3E7) -এ বিভিন্ন ধরণের দেশীয় শাকসবজির চারা বিতরণের  কর্মসূচি নেয়া  হয়েছে। উক্ত কর্মসূচীতে লাউ, শিম,  করলা, বেগুন, পুঁইশাক, কাঁচা মরিচ ইত্যাদি চারা  বিতরণ করা হবে।

আগ্রহী বাগানীবৃন্দ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ($10 ), [email protected]  অনুকূলে etransfer করুন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করতে পারেন। রেজিশট্রেশন লিংক নিচে দেয়া হলো।
https://shorturl.at/Cbb5p

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন