গতকাল শনিবার ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে বেলা এগারোটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত সময়ব্যাপী ইউনাইটেড বাউ এলামনাই এর সবজি চারা বিতরণ অনুষ্ঠান  সুষ্ঠভাবে সম্পন্ন হলো। উক্ত অনুষ্ঠানটিতে চারা বিতরণের পাশাপাশি মূল্যবান বক্তব্য রাখেন সিনিয়র কৃষিবিদ ডঃ জয়নাল আবেদীন, প্রফেসর ডঃ কবির হোসেন তালুকদার, এবং প্রফেসর ডঃ মোহাম্মদ আলী। এ ছাড়াও , ইউনাইটেড বাউ এলামনাই এর পক্ষ থেকে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল চন্দ্র পাল, উক্ত ইভেন্টের কনভেনর গোলাম আজম চৌধুরী।  সম্মানিত অতিথি হিসেবে ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ এবং ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে আফসানা চৌধুরী, কোঅর্ডিনেটর (বাংলা প্রোগ্রাম) শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত ইভেন্টের মেম্বার সেক্রেটারি জিয়াউল হাসান চৌধুরী।

উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানে ১৮০ জন বাগানীদের মাঝে পাঁচটি করে দেশীয় সুস্থসবল  চারা বিতরণ কর্মসূচি এই বার্তা দেয় যে ইউনাইটেড বাউ এলামনাই এর এই মহতী উদ্যোগ টরেন্টোতে বাংলাদেশী কমিউনিটিতে প্রতিবছরের ন্যায়  এবছরেও  ক্ষুদ্র পরিসরে সবজি বাগানীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি  করে আসছে। দুপুর একটার আগেই সংগঠনের সেক্রেটারি মির্জা  মুস্তাফিজুর রহমান (পারভেজ ) এর ধন্যবাদজ্ঞাপন  বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানের ছবির জন্য আমাদের ফেসবুক গ্রুপ পেজ ভিসিট করুন –https://www.facebook.com/groups/parobashiblog

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন