নেমেছিলাম তীর্থ ভ্রমণে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবৃত্তে
দেখিনি তেমন কিছুই ভিন্ন সেই আদি যুগ থেকে
সৃষ্টি কালের প্রথম প্রত্যুষে ঘুম ভাঙ্গা চোখে পর্বত শৃঙ্গ
ভিসুভিয়াসের অগ্নুৎপাতে সমাধিত পম্পে নগরী
প্রলয়ঙ্করী নুহের সুনামি ভেসে যাওয়া সভ্যতা ।
যেতে যেতে রুক্ষ কঠিন বালিঝড় তপ্ত মরুভূমি
হোমারের ‘ইলিয়াড” দেখেছি ট্রোজান যুদ্ধ
ইউলিসেসের হাতে মৃত্যু একচোখা দৈত্য সাইক্লোপেসের
জুলিয়াস সিজারের মৃত্যু পোষ্য পুত্র ব্রুটাসের হাতে ।
সৃষ্টির প্রথম নিনাদি প্রলয় ডঙ্কার উত্তাল অর্ণব
কৃষ্ণ গহ্বর ডাইনোসারস দের মর্মভেদী আর্তনাদ।
বিক্ষুব্ধ জনতার প্রতিবাদী মিছিল , বাস্তিলের পরাজয়
মেরি আন্তয়ানিয়েতের গিলোটিন ,’জার’ এর নিহত পরিবার ।
কিন্তু এ কোন ভিন্ন মিছিল, ভিন্ন স্লোগানে মুখরিত বাংলার মাটি ?
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই ‘ আহা হৃদয়ে সে সুললিত সুর ধ্বনিত অবিরাম;
অলৌকিক দৃশ্য অস্ত্রহীন নিরীহ মানুষ বুক পেতে বুলেটের সামনে
উপর্যুপরি ট্রিগার , হাজার পায়রার উড়ে যাওয়া পৃথিবীর আকাশে ।
কুয়াশাচ্ছন্ন ধূসর দিগন্ত , তার মাঝে শত বিক্ষত ভাঙ্গা মাস্তুল
দিকভ্রান্ত যাত্রায় হঠাৎ দেখি উঠেছে ফুঁড়ে তিমির ভেদি বাতিঘর
মায়ের মতন ভালবেসে শহীদ মিনারের শিখর স্তম্ভ
ভ্রমণ শেষে পরিশ্রান্ত, অতিমারিতে ,অণুজীবে আক্রান্ত
ক্লিষ্ট মন সেখানে পায় শান্তির অনাবিল আশ্রয়
এবং আরেক সংগ্রামের দুর্জয় সঙ্কল্প ।।