আকাশের কাছে প্রশ্ন করলাম
উপুড় হয়ে কাকে দেখো?
নির্বাক তাকিয়ে থাকে সে
বলে দেয় অব্যক্ত ভাষায়-
দেখি তোমার প্রিয়তমাকে।
চাঁদের কাছে জানতে চাইলাম
ভরা পূর্ণিমায় সেজেছ কেন?
খিল খিল হাসে চাঁদ
বলে যায়- তোমার প্রিয়তমার জন্য!
তাকে যে সাজাতে হবে, তাই
জোছনা বিলিয়ে দিলাম
ভরা পূর্ণিমার জোছনা
খাদ নেই তাতে- তোমার প্রেমের মতো।
ছায়াপথের কাছে জানতে চাইলাম
কিসের মেলা মিলিয়েছ সবে?
কার তরে সাজিয়েছ গল্পের ডালা?
নির্বাক সব তবু বলে দেয়
কানে কানে বলে- তোমার প্রিয়তমা
আসবে বলে; তার পথে সাজাব
ছায়াপথ আলোর মিছিল, তাইতো
বসেছে আসর আমাদের।
মেঘের কাছে জানতে চাইলাম
কড়া চৈত্রে কোথা থেকে এলে উড়ে?
ভারি কণ্ঠে বলল সে-
তোমার প্রিয়া আসবে বলে!
তাকে ছায়া দিতে সমুদ্র পাঠিয়েছে আমাকে
তোমার প্রিয়ার যেন কষ্ট না হয়, তাই
বৃষ্টিতে ভিজাবো এই আমি!
পাহাড়ের কাছে প্রশ্ন করলাম
নিথর দাঁড়িয়ে কি দেখ আকাশে?
পাহাড় কথা বলে না, নড়ে ওঠে
অমনি কেঁপে ওঠে ভূমি
আরো গম্ভীর করে কণ্ঠ বলে সে-
পাহারা দিচ্ছি আকাশে যদি
আসে কোন আগন্তক ভিন গ্রহ থেকে
যদি দেখে নেয় তোমার প্রিয়াকে!
তাই আকাশে বসিয়েছি পাহারা।