********+♥+***********
কি সুন্দর দিন ছিলো,
খেলেছি সাথে মারামারিসহ মার্বেল,ডাংগুলি,ক্রিকেট-ফুটবল হাডুডু, আমাদের মহল্লায় রয়েছে টিকে সবর্তমান।
পুজোর গানে আশা জাগিয়েছিলো হেমন্ত,
নিমন্ত্রিত করেছে লতা!
প্রতিবেশী ঝাউতলার* জলে
নেমেছিলাম হংস রাজের ভূমিকায়।
আহা! বড়সর রসগোল্লার মতোন আনন্দিত, আমাদের কৈশোর।
পুরো বছরটাই ছিলো য্যানো বসন্ত সৌরভে মাখা !
* পাদটিকাঃ আমাদের পাড়ার পশ্চিমপার্শ্বে ঝাউতলা ১,২,ও ৩ গলি আছে, দু’টি মহল্লায় ছিলো অনেক মিল। ঝাউতলার ডাক্তার ছিলেন এ সি রায়, আমাদের জনাব ক্যাপটেন [অব] নাজিমুদ্দিন আহমেদ ও রাজ্জাক বিশ্বাস। ছিলো সোনালী সিনেমা, মাঠ,পুকুর, দোতলা একতলা বিল্ডিং ও কাঠের ঘর, এক অভিন্ন খাল আর আত্মা।