দেশে সংস্কৃতিতে ধর্মের ছোঁয়ায় পালা বদল ঘটে চলেছে
বর্ষপালনের একই ধারায় বিষয়বস্তুর অদলবদল কিছু হয়েছে
মঙ্গোল নয়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় থাকছে কিছু নতুন মুখোশ
বাঙালি চেতনায় উজ্জীবিত কিছু মানুষেরা হয়েছে বেজায় নাখোশ।

লক্ষ্মীপেঁচা নয়, থাকছে শান্তির পায়রা ও মীর মুগ্ধর পানির বোতল
সংখ্যালঘু-গুরু বলে কিছু নেই, নেই ভেদাভেদ পাহাড়ি অথবা সমতল
ইলিশ মাছের পাইকারি ধলা মিয়ার চোখে নেই কোনো ঘুম
মানুষ কিনবে তো ইলিশ ? হবে তো রমনা বটমূলে পান্তা-ইলিশ খাবার ধুম ?

নিতাই জেলের মনে নেই তেমন সুখ, বিষাদে ঢেকে থাকে তাঁর মুখ
মহাজন ধলা মিয়া ঠকিয়েছে তাকে, দিয়েছে অনেক দুঃখ
এই বর্ষার আগে উঠবে কি নাকো নিতাইদের ঘরের চালা
মাছের টাকায় খুঁদ-চিড়া খেয়ে মিটাবে ক্ষুধার জ্বালা?

ধলা মিঁয়াদের শাসন , শোষণ বন্ধ হবে যে কবে ?
কৃষকের মনে, শ্রমিকের ঘরে শান্তি কবে হবে ?
সাজসজ্জা ও পান্তা-ইলিশে লৌকিকতার অনুষ্ঠান কেবল হয়
থাকেনা এতে অন্তর থেকে সৃষ্টিকর্তার প্রতি ভয়।

ফেসবুকেতে ট্রল না করে বন্ধ করো বাক- যুদ্ধ
শ্রদ্ধা জানাই  শত শহীদ, বীর আবু সায়ীদ, পানি হাতে বীর মুগ্ধ
আসুন সবাইমিলে গড়ে তুলি এক সত্যিকারের বৈষম্যহীন এক দেশ
দল-মত-ধর্ম- বর্ণ-গোত্র ভুলে সবাই গড়ে তুলি ‘নতুন বাংলাদেশ’।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় শাক-সবজির চারা বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধমায়ের অকৃত্রিম স্নেহ
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন এবং তখন থেকেই লেখালেখিতে মনোনিবেশ। তবে লেখালেখি শুরুটা ছিল সেই হাইস্কুল জীবনে পাড়ার বড় ভাইদের প্রকাশিত ম্যাগাজিন 'অবসর' নামক পত্রিকার মাধ্যমে। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ী ভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা, প্রথম Humber College থেকে সোশ্যাল সার্ভিস বিষয়ে দুই বছরের ডিপ্লোমা, পরে University of Guelph থেকে ফ্যামিলি & কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্ট ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীর করছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্পপ্রবাসী ব্লগ, কানাডা ভিত্তিক একটি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় এবং মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পাওয়ার পরে ঢাকায় ২০২৩ সালের একুশে বইমেলায় লেখকের তিনটি বই হোমলেস, সিঙ্গেল মাদার, জোসনা ম্যানশন উপন্যাস আকারে প্রকাশিত হয় । বর্তমানে হাউজ হাজব্যান্ড নামে লেখকের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে উপন্যাস হিসাবে ২০২৪ সালের ঢাকা একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। গল্প/উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ লেখা ছাড়াও খেলাধুলা নিয়েও লেখকের অনেক লেখা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন