খুঁজবো আমি মুক্তা মানিক অথই জলের মাঝে
দেখবো তাকে নয়ন ভরে সকাল এবং মাঝে।
মাছের সাথে কাটতে সাঁতার হারিয়ে যাব দূরে
গাইবো যে গান গলা ছেড়ে কোকিল পাখির সুরে।
করতে খেলা বন হরিনী আসবে আমার কাছে
রাখবো খেয়াল বন ময়ূরী পালিয়ে না যায় পাছে ।
গোলাপ, চাঁপা, জুঁই, চামেলি সুবাস দেবে মোরে
জ্বলবে জোনাক মিট্মিটিয়ে আঁধার যাবে সরে।
ভাসবো আমি ভেলায় চড়ে পদ্মা নদীর বুকে
ইচ্ছে হলে কাটবো সাঁতার ঘুরবো মনের সুখে।
সাগর, পাহাড়, বন পেরিয়ে হবো দেশান্তর
প্রজাপতির ডানা নিয়ে যাবো তেপান্তর ।
চাও কি যেতে আমার সাথে স্বপ্ন ঘেরা দেশে
ঘুরবো সেথা সবাই মোরা দিগ্বিজয়ীর বেশে।।