এখানে এই পথের শেষে
আমার হলুদ বিকেল
মায়াময় বৃক্ষগুলো পাতা ছেঁটে লাল
এখানে এই সবুজ অন্ধকারে
বিপন্ন বালিহাঁস হয়ে
আমার মতো কেউ,
কেউ কাঁদেনি এতোটা কাল ।
হাহাকারের ঝড়ে উড়া
নিস্ফল ক্রন্দন স্রোতে
প্রতিকারহীন অসহায় জ্বালা
যখন যন্ত্রণা-কাতর
রেইন ফরেস্টের গান
একটি দুরন্তবাজের অবিরাম কান্না
অথবা
সমগ্র পৃথিবীর সমস্ত ধূলি পরিমাণ ।
(ছবি:-agronigeria.com.ng)