শ্রাবন-আকাশ তুমি কেন জল দাও ক্ষনে ক্ষনে,
কখনো থেমে থেমে!
মনের জানালায় ভিড় করো এই আসছি বলে যাচ্ছো না,
আমার প্রেমিকার মতোন বাহানা ভুলে।
দাওনা একটা না টানা দুঃখ ঝরা পাতা ধরা ক্যাকটাসের কঠিন কাঁটা আমায় হৃদয়ে,
তাঁর টানাটানা কাজল রেখায় কি গভীর নয়ন জলে;
কিংবা লাইব্রেরির চর্তুশপদী গোল টেবিলে।
বইগুলো আছে ঠিক আগের মতোন নীল লাল পেন্সিলের দুষ্টু দাগে দাগে, আজ তা ক্ষত হয়ে কাউকে কাঁদায়,
নিরবে এক বিমূর্ত নির্মাণে!