আমার অসঙ্গতিপূর্ণ জীবন, হেরে যাওয়াদের সারিতে দাঁড়িয়ে থাকা তুমি, আর জলহীন বনুয়ার বিল !
সময়ের একই স্রোতে ভেসে চলা বনুয়াবিল, তুমি, আমি, আমরা ,
আমাদের গল্পকথা হয়তোবা জানবেওনা কেউ কোনোদিন।

মহাকালের গহবরে একে একে দিনগুলো হারিয়ে যায় –
রূপালী বিকেলে, সন্ধ্যার নিস্তব্ধতায় সবাই ঘরে ফেরে,,
শুধু তুমি, আমি, বনুয়ার জল সেই আগের মতোই স্তব্ধ, নিথর, আবেগহীন পড়ে রই । 
ঘরে ফেরার উৎসবে সবাই সামিল,
অজানা কোনো আকর্ষনে আমরাই শুধু পড়ে আছি জনশুন্য কোনো এক স্টেশনের জনহীন কোনো এক প্লাটফর্মে। 
ঘূর্ণিয়মান এ বিশ্বে সব সম্ভবের আলিঙ্গনে 
জানি একদিন সবই হবে,-
হেরে যাওয়া তুমি দীপ্তি নিয়ে ঘুরে দাঁড়াবে সাফল্যের স্ফুলিঙ্গ হয়ে ,
বনুয়ার বিল আগের মতো জলে জলময় হবে , 
অসঙ্গতিপূর্ণ আমিও হয়তোবা সংযত হবো ;

তবুও,-
ফেলে আসা দিন, ফেলে আসা সংগ্রামগুলো যেন স্মৃতি হয়ে বাঁধানো থাকে হৃদয়ের মনিকোঠায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন