রেল লাইনটা গেছে দূর বহু দূরে
দু’পাশে ছড়িয়ে আছে গ্রাম সারি সারি
মাঠের পর মাঠ সবুজ আর হলুদের সমারোহ
পাশের ছোট ছোট বিল আর ঝিলে ফুটে রয়েছে শাপলা
সেখানে বক, মাছরাঙা আর গাংচিল ঘুরে বেড়ায় নির্ভয়ে নিশ্চিন্তে ।
আমাদের কথা ছিল
এই রেল লাইনের মত
সমান্তরালে হাঁটতে হাঁটতে
আমরা মিলে যাব এক বিন্দুতে
আমাদের গল্পটা হবে না শেষের কবিতা
বা শুনাবে না বাঁশির করুণ রাগিনীর কোন সুর
চলে যাব একই বৈকুণ্ঠের দিকে কোন এক বিকেলে ।
আমাদের হয়নি দেখা
সেই মেঠো পথ আর বিল
আসেনি সেই বিকেল কোন দিন
শেষের কবিতাও পারিনি বদলাতে
মনেতে অহর্নিশ বাজে বাঁশির আর্তনাদ
“ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্ত আসা যাওয়া ।“