ভালবাসার প্রজাপতি মেললো যখন পাখনা
যাক না উড়ে বহু দূরে যাক না উড়ে যাক না!
রং ছড়িয়ে স্বপ্নগুলি যাক না ছুঁয়ে সেই ভুবন
রইগো সুখে সেইখানেতে যাই শুনে যাই সেই কুজন।
তোমার মনের আবির থেকে নিই কুড়িয়ে স্বপ্ন মোর
হয় না মলিন, না হয় বিলিন, ছড়ায় সুধা নিশিথ ভোর!
রংয়ের সাথে রং মিলিয়ে করি সুখের আলাপন
স্বপ্ন সুধায় মিটাই ক্ষুধা, নেচে ওঠে তনু-মন।
ভালবাসার স্বপ্ন ঘরে তোমায় জানাই নিমন্ত্রণ
আসবে কিগো দেখতে আমায় পেলে আমার আমন্ত্রণ।
প্রজাপতির ডানায় করে এসো তুমি মোর ঘরে
জুড়িয়ে যাবে দু’চোখ তোমার, হৃদয় তোমার যাবে ভরে।
জোছনা রাতে গল্পে গল্পে পেরিয়ে যাবে রাত
কেমন করে ফিরিয়ে নেবে- বল তোমার হাত?
আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছবি
আমায় নিয়ে লিখবে তুমি, তখন তুমি কবি।
মন হয়ে যায় প্রজাপতি বাঁধন যেথা নাই
উড়ছি আমি, উড়ছ তুমি, উড়ছি দু’জন তাই।