*******♥♥♥♥*******
অব্যক্ত কবিতা পড়ে থাক ঝরা পাতায়,
না বলা প্রেমগুলি ঝুলে থাক ওড়না হয়ে শুধুমাত্র অপ্সরীদের বিউটি বোনে,
কেউ না জানুক, জেনে গিয়েছো কোনরকম বেঁচে থাকা বৃক্ষদের মৃতপ্রায় হাড্ডিসার অভূক্তদের শাখা-প্রশাখা!
আর তাই এ ভরদূপুরে তপ্ত শিখায় আমার না দিয়েছো শান্তি দুদন্ড, দুঃখ তো দাওনি পল্লবীর মতোন, তোমাদের রেখে পাতারা ঝরে গ্যাছে, কেউ অকালে অথবা সমাজপতিদের নির্দেশে!
দ্যাখিয়ে গিয়েছো বিপ্লব কি! শাদা ক্যানভাসে শাদা রং দিয়ে একটি শবের কফিন আঁকা!
মাথা পেতে নিয়েছো কমরেড শাস্তির বুলেট, লাল রং জমাট বেঁধে গ্যাছে। সাভারের লাল মাটি আজও কালচে রয়ে আছে, তুলিহীন রং নাই পড়ে আছে
একটি লাল ক্যানভাস, শাদা বা কালো অক্ষরে নামটি তোমারই হয়েছে লেখা!
ছবিঃ সুহৃদ, শেওড়াপাড়া টু মিরপুর।
আপনার লেখাগুলো সব সময় খুব ভালো লাগে