যেখানে তোমার সীমানা মিশে আছে, আমি সেখানেই যেতে চাই।
অভিমানী যে অনুভূতিগুলোকে সঙ্গী করে বেঁচে আছো,
আমি তাদেরই সঙ্গী হতে চাই।
এক জীবনে, এতো কোলাহল, এতো গঞ্জনা –
অবরুদ্ধ এ শহর, শুধু তুমি, শুধু আমি আর নীড় হারা ব্যথিত কোনো এক গাংচিল –
বনুয়া বিলের প্রান্ত ঘেঁষে যদি কোনো সুখ আসে,
বর্ষার প্রথম জলে যদি ভিজতেই হয় ,,
তোমার হাতগুলো যেন বাধা থাকে এ হাতে ,
তোমার সুরগুলোই যেন বাঁজে হৃদয়ের সারিন্দায়।
গ্রাম্য আমি,-
অনেক কষ্ট হয় তোমার এ বিশাল শহরে , কষ্ট হয় শহরীও তোমাতে মানিয়ে চলার।
তারপরও-
অভিমানী যে অনুভূতিগুলোকে সঙ্গী করে বেঁচে আছো তুমি,
সঙ্গী যদি হতে দাও তাদের ,
কথা দিলাম,
বনুয়ার কুল ঘেঁষে যে কুটির হবে, শ্রান্ত দিনের শেষে যে সন্ধ্যাগুলো আসবে –
রুপালি চাঁদের যে জুৎস্নারা হাতছানি দেবে,
সবই তোমার নামে লিখে দেব। শেষ নিস্বাশ, শেষ বিশ্বাসে , আমি শুধু তোমারই হবো।
Shorif Shador, Mandal, Norway.