হয়তো তুমি ব্যস্ত এখন, ন্যস্ত এখন মন ভুলিয়ে
রাগ ভাঙ্গিয়ে ডাকবে তাকে ভালবাসায় প্রাণ দুলিয়ে।
ভাবতে থাকি- বেশ তো আছ, অনেক ভাল আছ তুমি
আমার বুকে না হয় নামুক তপ্ত খরার মরুভূমি-
বালুরাশির তাপে না হয় একটুখানি পুড়–ক এ বুক
তাতেই আমি খুঁজে নেবো ভালবাসার অনিন্দ্য সুখ।
যাচ্ছো, যাবে, ভাল যেও, দুটি হাতে হাতটা রেখো
গাছের ছায়ায়, বনের মায়ায় তার নয়নটাও একটু দেখো।
কাছে কিবা দূরে থেকে দেখবো আমি তোমার সুখ
কষ্ট যেন পাও না তুমি ভেবে তখন আমার মুখ।
সেই তো তোমার স্বপ্নজগত আছো ভাল সবার মাঝে
মন রাঙিয়ে মান ভাঙ্গিয়ে ভাল থেকো সকাল সাঝে।
দেখবে কোথাও পাহাড় থেকে জলরাশি আসছে উড়ে
তার ওপরে বসিয়ে তোমায় নিয়ে যাবে অনেক দূরে-
সেইখানেতে কে আর আমি? কি এসে যায় আমার তাতে
তবুও আমি থাকবো সেথা, ভালবাসার অজুহাতে।