তোয়াক্কা করি না আমি কে বা কে আমার
মনের বাগানে ওড়ে এক রত্তি আকাশ
নিশার সমুদ্র পাড়ি দেয় চড়ুইয়ের ডানা
জলাঙ্গীর দেহ জুড়ে সভ্যতার কালো ঢেউ-
আঘাত হানে সূর্যোদয়ের আগে
পাইথনদের পাকস্থলী শুষে নেয় পৃথিবীর সব শুদ্ধ বাতাস
নীলিমার বুকে ফসিল হয়ে দিন গুনে প্রেম পিয়াসী মৃত সন্যাস
শূণ্য থেকে ছাপ্পান্ন, বয়সের একমাত্র খতিয়ান
বেকুব জীবনের তত্ত্ব খানায় আর কোন অর্জন নেই-!
আমাদের ভালোবাসা এখন-
বাবুইয়ের কুঠুরিতে অবরুদ্ধ জোনাকিপোকা
নাড়ীতে পড়ে না আর কোন টান
দূরের নক্ষত্র কোনদিনই মনে রাখে না কোন মুষিকের বলিদান
বিবাগী রাতের চোখে শুধুই বুদবুদ তোলে
উদর পূর্তি করা গঙ্গার মায়ের-
এক ড্রাম খাঁটি চোলাই মদ–!
_______ফরিদ… / নভেম্বর ৩০, ২০২০