আজ কি চাঁদ উঠেছিল আকাশে! চাঁদ কি হেসেছে আজ!
গল্পের আসর বসেছিল চাঁদের দেশে নাকি মেঘে
ঢেকেছিল আকাশ!
তাতো হবার কথা নয়
আজ তো ভরা পূর্ণিমা
মুখভরা হাসি নিয়ে হাসার কথা চাঁদের
কেউ না দেখুক
কেউ না জানুক
জেনে যাবে রাতজাগা কোনো নরকের কীট!
জোছনায় দুলে দুলে কি উঠেছিল সাগর
তুষারও নেচে উঠেছিল সাদা আলোয়
কেঁপে কেঁপে উঠেছিল কি শরীরের বাণ!
দূরে তখন ঝি ঝি পোকা
অস্থির চিৎকারে করে কান ঝালাপালা-
ওর স্বভাবটাই এমন
কারো সুখ সইতে পারে না বলে
সারারাত জেগে চিৎকার করে যায়!
তবু চাঁদ ওঠে, জোছনা নামে, পৃথিবী হাসে
প্লাবিত হয় ধরা, আনন্দে নেচে ওঠে প্রকৃতি
এমন রাতে কে থাকে ঘুমিয়ে?
জোছনাপিয়াসীরা লুটে নেয় আলো
জানালা দিয়ে উঁকি দেয়
দেখে বাইরের দুনিয়া তাদের দেখে পুলকিত!
তবু জানি
চাঁদ আজ গলে যাবে
গলে গলে লুটিয়ে পড়বে ধরায়
গলে যাক
গলে যাক…