বিবেক এইড ফাউন্ডেশন। কানাডা ভিত্তিক একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। যারা বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন দুঃস্থ মানবতার সেবায়। বিবেকের অন্যতম একজন সংগঠক জনাব মোঃ আতিকুল ইসলাম আমার পূর্ব পরিচিত হবার সুবাধে ফোন কথা হচ্ছিলো গতকাল সন্ধ্যায়। কুশলাদি বিনিময়ের পর জানতে চাইলাম বিবেকের বর্তমান কার্যক্রম সম্বন্ধে।
বিবেক বর্তমানে এলবার্টা সরকারের অধীনে নিবন্ধভুক্ত একটি দাতব্য সংগঠন। টরন্টো থেকে এর মূলধারার কার্যক্রম চালাচ্ছেন জনাব আতিকের সহ ৬/৭ জনের একটি সক্রিয় টীম। বাংলাদেশে আছে ২ জন সমন্বয়কারী ও ২০ জনের একটি সক্রিয় স্বেচ্ছাসেবক দল।
বর্তমান করোনা পরিস্থিতে বাংলাদেশের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন তারা। এখন পর্যন্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। এই সপ্তাহান্তে আরো ১০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর আশা ব্যাক্ত করেন জানাব আতিক। এই খাদ্য তালিকায় আছে চাল / ডাল / তেল / আলু / পিয়াজ ও সাবান , যা কিনা ৪/৫ জনের একটি পরিবারের ৪/৫ দিনের খাবার। এইভাবে ২০০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর আশা রাখেন তারা। ইতোমধ্যে জামালপুর আর নওগাঁতে তাদের এই প্রকল্পের কার্যক্রম শেষ হয়েছে। আগামীতে পটুয়াখালী আর ঝিনাইদহ সহ আরো কয়েকটি অঞ্চলে কাজ শুরু করবেন তারা।
অর্থনৈতিক উৎসের কথা জানতে চাইলে জনাব আতিক জানালেন-পুরোটাই আসছে মানুষের Donation ।শুধু কানাডা থেকেই নয় , যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া , জার্মান সহ অনেক দেশের বাঙালীদের কাছ থেকে এই Donation আসছে।
পরিশেষে জনাব আতিক অনুরোধ করলেন একটা বার্তা যেন সবার কাছে পৌঁছে দেই। ” দুঃস্হ মানবতার সেবায় আমরা সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তা শুধু বিবেক এইড ফাউন্ডেশনের জন্যই নয়। তা হতে পারে যে কোনো ব্যাক্তি বা সংগঠনের মাধ্যমে। ”
দুঃস্হ মানবতার সাহায্যার্থে বিবেক এইড ফাউন্ডেশনের এই প্রকল্প আর প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”কালকের সকাল যেন একটা খুশীর বার্তা নিয়ে আসে” -এই শুভ কামনা সবার জন্য । শুভরাত্রি।