প্যারিস থেকে:-
প্রথমত কাউকে খুব ভালো লাগে, আর ভালোলাগা থেকে ভালোবাসা হয়। ভলোবাসা যখন গভীরতা লাভ করে তখন প্রেম হয়। প্রেমের টানে দুটি মন একটি বিশেষ আকর্ষণে দুজন দুজনকে আরও কাছাকাছি পেতে চায়। একান্ত আপন করে দুটি ভিন্ন জীবন পূর্ণ্যতা চায়। ঠিক তখনই দুটি ভিন্ন মানুষ সিদ্ধান্তে উপনীত হয় বিয়ে করে সুন্দর জীবন-যাপন করবে। সব পূর্ণ্যতা একসাথে পাবে! সত্যিকারের ভালোবাসা প্রেম আজকাল হারিয়ে গেছে।
এখন শুধুই প্রতারণা নষ্টামী ও সব রুচিহীন কাজ ও চাহিদার দিকে এগিয়ে যাচ্ছে বতর্মান সমাজের ছেলেমেয়েরা। বর্তমানের যুবক যুবতীদের অবাধ স্বাধীনতার নামে চলছে যতসব নোংরামী কাজকর্ম যাহা ভবিষ্যতে আমাদের যুব সমাজকে ধংস করবে মেধাহীন জ্ঞানহীন সমাজ তৈরি হবে আমাদের দেশে জাতি হিসাবে আমরা পিছিয়ে পড়বো পৃথিবীতে। সরকারের কাছে অনুরোধ খোজ খবর নিয়ে আলোচনা করে সবধরনের অসৎ অন্যায় নোংরা কাজকর্ম বন্ধ করুন। নাহলে ভবিষ্যতে প্রজন্ম হবে মেধাশূন্য!!!