এ পৃথিবীতে যতগুলি বড় বড় শাহর আছে, সেখানে একটি ডাউন টাউন থাকে । যেখানে উঁচা উঁচা অনেক বিল্ডিং থাকে । প্রতিটি বিল্ডিং সুন্দর এবং ৪০ / ৫০ তলাবিশিষ্ট । চওড়া চওড়া পরিষ্কার অনেক রাস্তা থাকে । অনেক সুন্দর সুন্দর পার্ক থাকে । এবার বলি আমাদের পুরোনো ঢাকা প্রসঙ্গে, যেখানে বাড়িগুলো খুবই পুরোনো –যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে, যাতে অনেক লোক মারা পড়তে পারে । রাস্তা গুলি সরু ও নোংরা । কোনো পার্ক নাই বললেই চলে । এমতাবস্থায় আমরা কি পারি না — পুরোনো ঢাকাকে ভেঙ্গে একটি আধুনিক ডাউন টাউন হিসেবে গড়ে তুলতে ।
-মোহাম্মদ জয়নুল আবেদীন
(ছবি:-সৈজন্যে Bonikbarta)