নরওয়ে থেকে:-

প্রচন্ড স্রোতে দাঁড়িয়ে থাকাটা কষ্টকর, তার পরও দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে যাই। প্রতিদিন আশার মাঝে বাঁচি, আশা করি আগামীকালটা হয়তোবা আজকের চেয়ে ভালো হবে। প্রতিদিন কষ্ট করে যাই, আর আম্মাকে ফোন করে বলি আমার জন্য ভালো করে দোয়া করো, আমি যেন বড়ো হতে পারি, সৎ ও নিষ্টাবান হতে পারি, মানুষের মতো মানুষ হয়ে সসম্মানে বেঁচে থাকতে পারি। যদিও দোয়া করে কেউ কারো জীবনের উন্নতির সহায়ক হতে পারেন বলে বিশ্বাস করিনা। তারপরও আমার মায়ের দোয়ার মাঝে কেন জানি শান্তি পাই। আমার মায়ের করা দোয়ার মাঝে কেমন জানি প্রশান্তির আবেশ মিশে থাকে, অনেক অনেক দূরে থাকি তার পরও সে আবেশগুলো আমার গায়ে এসে লাগে। মায়ের প্রার্থনাগুলো আমাকে অসস্ত করে, শক্ত হাতে সংগ্রাম করে যাবার প্রেরণা জোগায়। অন্তর থেকে করা কোনো কিছুই বিফলে যায়না, তাই ছেলেমেয়েদের জন্য মায়ের করা প্রার্থনাও বিফলে যাবার কথা না। আমাদের মা যেন আরো অনেক বৎসর আমাদের মাঝে বেঁচে থাকেন, বিশাল বট বৃক্ষের মতো আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন এ প্রার্থনা করি প্রতিনিয়ত ।

 

যে দেশে আমার মায়ের হাসি থাকবেনা, যে দেশের বাতাসে আমার মায়ের গায়ের গন্ধ খুঁজে পাবোনা, সে দেশ হয়তোবা আগের মতো আর টানবেন আমায়। বারেবারে দেশে ছুটে যাবার জন্য মায়েদের বেচে থাকাটা ভীষণ জরুরি। পৃথিবির সব মায়েরা যেন ভালো থাকেন, আর তাদের ছেলেমেয়েকে প্রার্থনার মাঝে রাখেন যেন সংগ্রামী দিনগুলোতে জীবনের কাছে তাদের ছেলেমেয়েরা কক্ষনো হেরে না যায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন