নরওয়ে থেকে–

সেই ১৫ বৎসর আগে, তারাভরা এক রাতে- রুপালি আকাশটা দিয়েছিলাম তোমায়,
বেদনার নীল কালিতে আঁকিবুকি করে ফিরিয়ে দিয়েছিলে তুমি,
বাস্তবতার তীর বিধে ছিল ঠিক মরমের ভেতর-
শুন্য পকেট, বেকার জীবন, তাই তোমাদের ওই গলিতে পা মাড়াইনী আর।
শুনেছি অনেক ভালো আছো তুমি,,
মেধাবীরা ভালো থাকবারইতো কথা।
জানো ? নরওয়েতে গ্রীষ্মকাল এখন, –
এখানে গ্রীষ্মের রাত্রিগুলো বাংলার রাত্রিদের মতো নিজুম হয়না।
রাতজাগা পাখি, তাঁরা ভরা আকাশ, জীবনানন্দের কবিতাগুচ্ছ আর তুমি নাই এখানে। তবুও ভালো আছি আমি ,
বাস্তবতাভরা সেই দিনগুলো, সেই শুন্যপকেট, সেই বেকার জীবন, তোমার গলিতে না বাড়ানো পাগুলো অনেক কিছু শিখিয়েছিল আমায়
তাই হয়তোবা ভালো আছি আজ।
ছেলেদের কষ্ট পেতে হয়, যারা কষ্ট পায়, তারা পরিশোধিত হয়, তারা শেখে,,
১৫ বৎসরের দূরত্বে দাঁড়িয়ে আছি তুমি আমি ,-
জীবনটাও অনেক গড়িয়ে গেছে।
সেই শিবগঞ্জ, সেই টিলাগড়, সেই মেজর টিলা, সেই এম সি ক্যাম্পাস সবই যেন চোখে ভাসে আজও ।
চোখে ভাসে নীল শাড়ি, সেই দীর্ঘশ্বাস, আর রিকশায় করে চলে যাওয়া সেই তুমি।
নরওয়েতে গ্রীষ্মকাল এখন, –
নিজুম রাত্রিরা নাই,, তোমাকে ধার দেয়া রুপালি আকাশটাও নাই ,
তবুও ভালো আছি আমি, তুমিও ভালো থেকো-


Rakuten Kobo Canada

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন