নরওয়ে থেকে:-
বিধাতার অজানা কোন এক সমীকরণে ওলটপালট হয়ে গেছে সব ।
অজানার লক্ষ্যে হেটে চলা এপথ ,
আসে পাশে কেউ নেই, জীবনের হেটেচলা এপথে সবই আজ ফাঁকা ,
নিস্তব্ধ, বিষন্ন, বিপন্ন এ জীবন।
শুন্যতার গহ্ববর, উদ্দেশহীন দিনানিপাত
বুকের বাম পাশে কষ্টের আনাগোনা ,
তুমি দূরে, আমি ওপারে –
মাঝখানে বিষন্নতার পাহাড়, সমুদ্রভরা একরাশ কষ্ট ,
শিগ্রই আসবে জানি,
মান্ডালের পথে তোমার এ আসা যাওয়ার শেষ হয়না জানি কক্ষনো কোনোদিন।