নরওয়ে থেকে:-
আপনি যখন স্বপ্ন পূরণের জন প্রাণ পান লড়ে যাচ্ছেন, বেশিরভাগ মানুষ আপনাকে নিয়ে কু কথা বলবে, আপনার পেছনে কাহিনী বানাবে, আপনার স্বপ্নকে নিয়ে সন্দেহ প্রকাশ করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে,আপনার সাফল্যতার পথে বাধা হয়ে দাঁড়াবে।
তবে মনে করে দেখেন আপনি যখন বিপদে ছিলেন, আপনার যখন বন্ধু দরকার ছিল , আপনার যখন সহানুভূতি দরকার ছিল, এরা’ কেউ কি আপনার পাশে ছিল?? ছিলোনা !! তবে আপনি কেন অন্যরা আপনাকে কি মনে করে তা নিয়ে মাথা ঘামাবেন ??
অনেকেই বলবেন সমাজের মধ্যে থাকতে হলে সমাজের অন্যদের মথামত শুনতে হয়। আমি বলি কি জানেন ? গরিবের কোনো সমাজ নাই। গরিবের কোনো বন্ধু নাই। তাই নিজের স্বপ্ন পূরণের জন্য যা কিছু করা দরকার করে যাবেন, কে কি বললো তা নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আর সবার কথা শুনে যদি আপনি আপনার স্বপ্ন পূরণের পথ থেকে বিচ্ছিন্ন হন, তবে একমাত্র আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি অভাবে মরমর অবস্থায় থাকেন তবে সমাজ পাশে থাকলেই কি আর না থাকলেই কি।নেগেটিভ মানুষদেরকে নিজের জীবন থেকে ছুড়ে ফেলে সামনে এগিয়ে যান। সফল আপনি হবেনই হবেন।