প্যারিস থেকে:-

বাস্তব চোখে দেখা বিষয়টি শেয়ার করছি শ্রীলংকান কাউকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করতে দেখা যায় না। কি তার কারন আসুন জানার চেষ্টা করি।
প্রথমতো:- তাহাদের মধ্যে একতা আছে তাহাদের প্যারিসের সবকটি সংঘঠন অনেক বেশী শক্তিশালী।
দ্বিতীয়তো:- তাহাদের দেশ শ্রীলংকা থেকে নতুন কেউ প্যারিসে আসলে তাহাদের সমিতি থেকে নতুন আসা লোকজনদের সব ধরণের সাহায্য সহোযোগীতা করে থাকেন।
তৃতীয়:- অল্প দিনের মধ্যে যে কোন একটি কাজ শুরু করতে ঐ ব্যক্তিকে সাহায্য করেন।



আসুন আমাদের দেশের মানুষের আচরণ একটু জানার চেষ্টা করি। আমাদের দেশের প্যারিসে শহরে শক্তিশালি কোন সংঘঠন নেই।
আছে শুধু বড় বড় কথা আর কথার ফুলঝরী আর নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি ঠেঙ্গাঠেঙ্গি ফেসবুকে একজন আরেক জনের চরিত্র হনন করেন।
নতুন আসা লোকটাকে কি ভাবে বিভিন্ন উপায়ে লোটপাট করা যায় এই নিয়ে নিত্য নতুন চিন্তা ভাবনা। লজ্জাও আমাদের দেশের মানুষের কার্য্যক্ষম দেখে লজ্জা পায়।
গারর্ দু নর্দে নিজেদের মধ্যে মহড়া পাল্টা মহড়া সাহসী হলে শ্রীলংকানদের গায়ে হাত দিয়ে দেখুন আপনাদের মহড়া আর শক্তি কোথায় পালায়।
বাংলাদেশের মানুষদেরকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করা লাগবে না যদি আমরা আঞ্চলিকতার গন্ডি থেকে বেরিয়ে আসি।
মানুষকে অঞ্চল দিয়ে নয় নিজের দেশের মানুষ হিসাবে মুল্যায়ন করুন। দশে মিলে করি কাজ হাঁরি জিতি নাহি লাজ। একতা শক্তি একতা বল!
এখনোও সময় আছে সব ভেদাভেদ ভুলে সবাই মিলে এক ছাতার নিচে আসুন। প্যারিসের সবকটি সংঘঠনের প্রতি নিরন্তর শুভ কামনায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন