তোমার ঠোঁটের কোণের এক চিলতে হাসি আমায় আবার বাঁচার ইচ্ছে জাগে। তোমার চোখের আভায় হাসির ছটা আমায় আবার বলে একটু করে দেহের মাঝে প্রাণটা যত্নে রাখতে। তোমার নিশ্বাসের গরম শ্বাস যখন আমার বুকে আঁছড়ে পড়ে ঐ বুঝি সব চূড়ান্ত চূর্ণ বিচূর্ণন হয় মনের অগোচরে। তোমার ছোঁয়ার আহরণ গ্রাস করে নেয় আকন্ঠ পিপাসিত মন, আরো বাঁচার আকুতি আমায় চেপে ধরে জীবন। আমার উড়তে যাওয়ার পথে ডানাদুটির অভাব। পাখির ডানা আছে আমারও যদি থাকতো তবে আমি ছুঁতাম পাহাড়, ছুঁতাম সমুদ্র, ছুঁতাম জঙ্গলের সবুজবীথি আর তোমার জোড়া দুচোখ। ফড়িং পাখি না পাখি ফড়িং এ এক গোলকধাঁধা, তেলাপোকার যেমন আছে ডানা তেমনি মশা মাছি ওদের ও আছে কিন্তু ওরা পাখি না। ওরা আকাশ ছুঁতে পারে না। কিন্তু আমি যে উড়তে চাই তোমার ডানায় প্রাণের স্পন্দন স্পন্দিত বুকে সত্যি কারের বাঁচার মত বাঁচতে আর মরার মত মৃত্যুর সুরা গলায় ভালোবেসে নিতে। আবারও মন বাঁচার আকুতি করে, মনকে মন ছোঁয়ার নেশায় হাত বাড়ায়। শুভ্র বাঁচার সবুজ জমি চেয়েছিলাম তুমি দিলে আমায় তোমার উত্তপ্ত ধূ – ধূ মরুভূমি। চেয়েছিলাম এক পশলা বৃষ্টি তুমি দিলে তোমার বুকের নিংড়ানো সকল জমানো ব্যাথার টইটম্বুর জল। তৃষ্ণা মিটিয়ে ইচ্ছের ডানা ঘুড়ি উড়িয়ে আবার মন চেপে বলে আরো আরেক বার যদি বাঁচতে পারতাম, আরো যদি একটু সময় পেতাম … ®
৮ঃ২৫
১২/০৮/২০২০
২২ঃ২৫
১১/০৮/২০২০
#নীলিকা নীলাচল ***