নরওয়ে থেকে:-
নরওয়ের শহর কিংবা গ্রামে গঞ্জে স্বপ্ন খুঁজি –
ভালো একটা চাকরির স্বপ্ন, ছোট্ট একটা ব্যবসার স্বপ্ন, মনোরম একটা বাড়ির স্বপ্ন, সুন্দর একটা গাড়ির স্বপ্ন, ভালোবাসায় ভরা একটা সংসারের স্বপ্ন।
বাংলার পথে প্রান্তরে ফেলে আসা স্বপ্নগুলোকে জোড়া লাগানোর স্বপ্ন।
রাতদিন নিদ্রাহীন কাজের মাঝে ডুবে থাকি,
চেষ্টায় থাকি ফেলে আসা স্বপ্নগুলোকে জোড়া লাগানোর।
ফেলে আসা দিনগুলো হয়তোবা ফিরে আর আসবেনা কভু আর ,
তবুও মা কে দেয়া কথাগুলো যেন ঠিক থাকে সে জন্য প্রাণপনে লড়ি আর নিরোবদি স্বপ্ন বুনি,,
চট্টগ্রাম, ঢাকা, বরিশাল কিংবা সিলেটে ফেলে আসা আমাদের স্বপ্নগুলো আমাদের ঘুমাতে দেয়না।
প্রত্যাশা, সংগ্রাম আর স্বপ্নগুলো আমাদের স্থিতিশীলতাও দেয়না আর –
সব সংগ্রামেরই শেষ আছে ,
তাইতো ———জানি একদিন সবই হবে –
সানির ৫টা বাড়ি হবে, হাবিব ভাইয়ের ৩টা ছেলেমেয়ে হবে, রহিম ভাইয়ের ২টা রেস্টুরেন্ট হবে আমার একটা সংসার হবে !
তবুও আমাদের দেখা এ স্বপ্নগুলোর শেষ যেন না হয় কোনোদিন,-
ফেলে আসা স্মৃতিগুলোর মতো আজকের দেখা স্বপ্নগুলোও যেন স্মৃতি হয়ে থেকে যায় জীবনের কোনায় কোনায়।